About AMIE

কিছূ কথাঃ
আমাদের দেশে উচ্চশিক্ষার এমন কিছু শিক্ষা প্রতিষ্ঠান এবং কোর্স চালু আছে যা সম্পর্কে আমাদের অনেকেরই কোন ধারনা নেই । বিশেষ করে যাদের সেই সব শিক্ষা প্রতিষ্ঠানে বা কোর্সে অধ্যযন করার সুযোগ রয়েছে । ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইবি) কর্তৃক পরিচালিত AMIE কোর্সটি সেরকম একটি কোর্স । 
AMIE কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য-(some data concerning AMIE)
আইইৱি - ইঞ্জিনিযাসর্র ইনস্টির্টিউশন বাংলাদশঃ
প্রথমেই আসা যাক ইঞ্জিনিইয়ার্র ইন্সটিটিউশন বাংলাদেশ সম্পর্কে, ইঞ্জিনিইয়ার্র ইন্সটিটিউশন বাংলাদেশ হচ্ছে বিএসসি ইঞ্জিনিইয়ার্রদের একটি সংগঠন ৷ কমনওয়েলথভুক্ত প্রায় সব দেশেই এ প্রতিষ্ঠান রয়েছে ৷ রাজধানী ঢাকার রমনায় ইঞ্জিনিইয়ার্র ইন্সটিটিউশন বাংলদেশ এর সদর দপ্তর ।
What is AMIE কোর্সঃ
ইঞ্জিনিইয়ার্র ইন্সটিটিউশন বাংলাদেশ কর্তৃক ১৯৫২ সাল থেকে পরিচালিত হয়ে আসছে AMIE (অ্যাসোসিয়েশন মেম্বারশিপ ইন্সটিটিউশন অব ইঞ্জইনিইয়ার্র) কোর্স ৷ AMIE কোর্সটি বাংলাদেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় হতে প্রদত্ত ডিগ্রির সমমানের একটি কোর্স এবং এই কোর্সটি B.Sc. Engineering ডিগ্রির সমমানের ৷ এই কোর্সে মোট চারটি বিভাগ রয়েছে - ১) সিভিল, ২) ইলেকট্রিক্যাল ৩) মেকানিক্যাল এবং ৪) কেমিক্যাল ৷ প্রতিটি বিভাগয়েই রয়েছে মোট ২২টি বিষয় । এই ২২টি টি বিষয় আবার ‘এ’ এবং ‘বি’ এই দুটি সেকশনে ভাগ হযেছে. ৷ অর্থাৎ সেকশন ‘এ’ এ রযেছে ১১টি বিষয় এবং সেকশন ‘বি’ ১১টি বিষয় ৷ প্রতিটি বিষয়ের পাস মার্ক ৪০ ৷ সেকশন ‘এ’ এর ১১টি বিষয় পাস করার পর সেকশন ‘বি’ তে অধ্যয়ন করা যাবে ৷ বছরে দুটি সেমিস্টার (মার্চ ও সেপটেম্বর) পরীক্ষা অনুষ্ঠিত হয় ৷ পরীক্ষার দেড় মাস পূর্বে ফর্ম ফিলাপ করতে হয় ৷ ফর্ম ফিলাপে যে হারে টাকা প্রদান করতে হয়- প্রতিটি বিষয়ের জন্য ৮০০ টাকা আইডি কার্ড ১০০ টাকা (প্রথম বার), মারকশিট ২০০ টাকা, সেশন ফি ৬০০ টাকা (বছরে একবার), এক সেমিস্টাণে সরবোচ্চ ৪টি বিষষয় পবীক্ষা দেয়া যায় 


Location AMIE Bangladesh (Dhaka):

See different locations of AMIE Bangladesh
Faculties:
There square measure four schools in AMIE and these square measure as follow-
Mechanical Engineering
Electrical and physics Engineering
Civil Engineering
Chemical Engineering
AMIE কোর্সে ভর্তির নিয়মাবলীঃ
এই কোর্সে ভর্তির ন্যূনতম যোগ্যতা যে কোন স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস অথবা বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশসহ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মেম্বারভুক্ত যে কোন ইঞ্জিনিয়ারিং ফার্মে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে । বছরে দুবার (ফেব্রুয়ারী এবং আগষ্ট) কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তি করানো হয় । ৩০০ টাকার বিনিময়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, রমনা ঢাকা-১০০০ এই ঠিকানা থেকে ভর্ভি ফরম সংগ্রহ করতে হবে । এছাড়া অন্যান্য ফি ৩২০০ টাকা । ভর্তি হওয়ার এক বছর পর থেকে পরীক্ষায় অংশগ্রহন করা যাবে । 

এছাড়া AMIE এর আরো তিনটি শাখা কেন্দ্র দেশের বিভিন্ন স্থানে রয়েছে । এসব কেন্দ্রে ভর্তির ইনফরমেশন সামান্য ভিন্ন হতে পারে । ভর্তির ইনফরমেশন পরিবর্তনের দরুন কোনো প্রকার ভুল ব্যাবস্থা গ্রহণের জন্য এ website} বা এ site এর সাথে জড়িত কেউ দায়ী নয়। আরো update জানতে ফেসবুক গ্রুপ AMIE facilitate Center এ কানেক্টেড থাকুন । 

এছাড়া ভর্তির নিয়ম সম্পর্কে অারো জানতে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশের এএমআইই প্রকৌশলী অথবা admission method in amie লিংকে যেতে পারেন। 

কোর্স সম্পর্কে আরও জানতে চাইলে আইইবি তে ৫০ টাকার বিনিময়ে কোর্সের একটি সিলেবাস সংগ্রহ করে বিস্তাবিত পড়লেই জানতে পারবেন । এছাড়া এর একটি pdf ফাইল amie4edu.blogspot.com থেকে ডাউনলোড করতে পারবেন।

No comments

Powered by Blogger.